লঘু অপরাধী, প্রথম অপরাধী এবং আইনের সংস্পর্শে আসা বা আইনের সাথে সংর্ঘষে জড়িত শিশুদের ন্যায়বিচারের স্বার্থে সমাজে রেখে সংশোধন করে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করে তোলার লক্ষ্যে প্রবেশন কার্যক্রম পরিচালিত হয়। প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স ১৯৬০, কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন ২০০৬ এবং শিশু আইন ২০১৩ মোতাবেক সমাজসেবা অধিদফতর প্রবেশন ও আফটার কেয়ার কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও কারাগারে আটক শিশুদের মুক্তির লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্সের কার্যক্রমের সাথেও প্রবেশন ও আফটার কেয়ার কার্যক্রমের সংশ্লিষ্টতা রয়েছে। কারাগার থেকে মুক্ত বা প্রবেশন শেষে বা কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা প্রদানের জন্য সংশ্লিষ্টদের সমাজে পুনঃএকত্রিকরণের লক্ষ্যে আফটার কেয়ার কার্যক্রম পরিচালিত হয়।
প্রবেশন কার্যালয়, চাঁদপুর সমাজসেবা অধিদফতরের অধীন জেলা সমাজসেবা কার্যালয়ের আওতাভূক্ত জেলা পর্যায়ের একটি অফিস। স্টেডিয়াম রোডে অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয়ের ৩য় তলাতে এর অবস্থান। প্রবেশন অফিসার এ অফিসের প্রধান।
জেলার সাধারণ তথ্যাবলীঃ
প্রবেশন কার্যালয় চাঁদপুর এর জনবলের তথ্যঃ
ক্রম |
পদের নাম |
সৃষ্ট পদ |
কর্মরত পদ |
শূন্য পদ |
০১ |
প্রবেশন অফিসার |
০১ |
০০ |
০১ |
সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা
১. প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স, ১৯৬০ (সংশোধিত ১৯৬৪)
২. কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬
৪. প্রবেশন অব অফেন্ডার্স রুলস, ১৯৭১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস